নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করলে আল্লাহ আপনাদের জনবিচ্ছিন্ন করে দেবেন

বললেন চরমোনাই পীর

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর বলেন, যারা নির্বাচনের জন্য জিকির করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছে, এখন তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। আপনারা যদি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করেন, তাহলে আল্লাহ তায়ালা আপনাদের জনবিচ্ছিন্ন করে দেবেন।

তিনি আরও বলেন, জনগণ এখন সব বোঝে। একদিকে নির্বাচনের কথা বলে অন্যদিকে পেছনে ষড়যন্ত্র করলে তা কখনও সফল হবে না। জনগণের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন মাঠে রয়েছে এবং থাকবে। গতকাল বৃহস্পতিবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাণ্ডারিয়া শাখার আয়োজনে ভাণ্ডারিয়া সার্কিট হাউস প্রাঙ্গনে আনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কোনো মুসলমানের অন্য কোনো আদর্শের পেছনে হাঁটার সুযোগ নেই। ইসলামী আদর্শই একমাত্র শান্তির পথ। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যেসব দেশে ইসলামী আদর্শ বাস্তবায়িত ছিল, সেখানে শুধু মুসলমানই নয়, অন্য ধর্মাবলম্বীরাও নিরাপদে বসবাস করেছে এবং সেসব দেশে আশ্রয় নিয়েছে।

চরমোনাই পীর বলেন, ৫ আগস্ট অভ্যুত্থানের পরে আমরা যখন দেশ রক্ষায় মাঠে নেমেছিলাম, তখন আনেকেই গরুর হাট, বাসাস্ট্যান্ড, খেয়াঘাট দখল করেছে। আমরা পরিষ্কারভাবে বলেছি ইসলাম কারও জান-মালের ক্ষতি সমর্থন করে না। বরং সেদিন আমরা নিজেরাই সংখ্যালঘুদের জানমাল রক্ষা করেছি, তাদের উপাসনালয়গুলো সুরক্ষায় কাজ করেছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাণ্ডারিয়া শাখার সভাপতি আলহাজ বাদশা জোমাদ্দারের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পিরোজপুর-২ আসনের সংসদ প্রার্থী আবুল কালাম আজাদ, ঝালকাঠি-১ আসনের প্রার্থী মাওলানা ইব্রাহিম আলী হাদী, ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আমীর হোসেন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুরে জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা সিহাব উদ্দিন প্রমুখ।