মির্জাগঞ্জে বেহাল সড়ক সংস্কারের উদ্যোগ
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী-মির্জাগঞ্জ ৯ কিলোমিটার সড়কের জন্য ২০২৫-২৬ অর্থবছরে সড়কটি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজটি যৌথভাবে নির্মাণের জন্য দায়িত্ব পায় মেসার্স শহীদ ব্রাদার্স ও মেসার্স সাদিক আফরিন সিমি (জেবি) নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। ৯ কিলোমিটার সড়কের ব্যয় নির্ধারণ করা হয় ১৭ কোটি ৫০ লাখ টাকা। সড়কটির কাজ শেষ হবে ২৬ সালের মার্চ মাসে। উপজেলা থেকে জেলা শহরে যাওয়ার একমাত্র যোগাযোগ মাধ্যম ছিল এই সড়কটি।
মির্জাগঞ্জ, বেতাগী, বরগুনা, কাঠালিয়াসহ বিভিন্ন এলাকার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে, সড়কটিতে বড় বড় খানা, খন্দ, গর্ত থাকায় প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা, পরিবহন ভাড়া গুণতে হয় দ্বিগুণ। অটোচালক রাসেল বলেন, রাস্তাটি নিয়ে অনেক কষ্টে ছিলাম, রাস্তাটির কাজ করছে দেখে আনন্দিত হয়েছি। এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করা যেত না, প্রতিদিন গাড়ি মেরামত করতে হত।
স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, এই সড়কটি দীর্ঘদিন খুব খারাপ অবস্থায় ছিল, চলাচলের অনুপোযোগী ছিল। রাস্তাটি নির্মাণ কাজ হচ্ছে দেখে খুব ভালো লাগল। পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী জামিল আক্তার বলেন, সড়কটি দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে, ৯ কিলোমিটার রাস্তা জন্য ১৭ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সিডিউল মোতাবেক সঠিকভাবে সঠিক সময়ে কাজ শেষ করবে বলে আশা করি।
