সিলেটে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিলেট প্রতিনিধি

সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ১ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ১১ দিনে নতুন করে ৩২ জন রোগী শনাক্ত হয়েছেন। গত ১ জানুয়ারি থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত (১১ মাস ১১দিনে) মোট ৫১৪ জন রোগী আক্রান্ত হয়েছেন এই ভাইরাসটিতে। চলতি বছরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুই জন।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৬ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৪ জনে। কেবল চলতি মাসের ১১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩২ জন। এতে দেখা গেছে বিভাগের মধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজারে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে। তার মধ্যে হবিগঞ্জে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু ভাইরাসে।

সিলেট বিভাগে মোট আক্রান্তরোগীর সংখ্যা ৫১৪ জন। চলতি বছর আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৮৪ জন, সুনামগঞ্জে ৮৬ জন, মৌলভীবাজারে ৯৮ জন এবং হবিগঞ্জে ২৪৬ জন রোগী সনাক্ত হয়েছেন। সিলেট ভ্রমণ গাইড বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩ জন রোগী।