বিএনপি ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু করা হবে : এ্যানি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুর প্রতিনিধি
বিএনপি ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কোনো বেকার থাকবে না। নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ করা হবে। দেশ মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মহিলা দলের উঠান বৈঠকে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালখনন কর্মসূচির মাধ্যমে গণমানুষের নেতা হয়েছিলেন, গ্রামের নেতা হয়েছিলেন। এই কারণেই বিএনপিকে গণমানুষের দল বলা হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাড়ে তিন বছর ক্ষমতাকালে মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সৃষ্টি করা হয়েছিল। পরে সেটি আবার সংকুচিত হয়ে যায়।
পরবর্তীতে বেগম খালেদা জিয়া আবারও সেই শ্রমবাজার পুনরুদ্ধার করেন এবং অর্থনীতিকে মজবুত করেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আজকের বেগম জিয়া একদিনে আপসহীন হননি, একদিনে নেত্রী হননি এবং একদিনে দেশনেত্রী হননি। এর পেছনে রয়েছে অনেক ত্যাগ। তাকে অনেক নির্যাতন, হামলা-মামলা ও কারাবরণ করতে হয়েছে। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। খালেদা জিয়া এত বেশি অসুস্থ যে, আল্লাহই জানেন কবে নাগাদ তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন- সেটাই এখন সবার প্রত্যাশা। সবার মৃত্যু হবে, কিন্তু কর্ম মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। তার এই আপসহীনতার কারণেই বেগম জিয়া এত বেশি জনপ্রিয় হয়েছেন। বিএনপির এই নেতা আরও বলেন, খালেদা জিয়া বেঁচে থাকা মানেই বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী থাকা। গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে।
খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা, তিনি বিএনপির মনোবল ও সাহস। বেগম খালেদা জিয়া আমাদের পাশে আছেন- এটাই আমাদের শক্তি। সেই শক্তি ও মনোবল নিয়ে আমরা মাঠে কাজ করছি। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে মা-বোনদের কাছে যেতে হবে, তাদের বোঝাতে হবে। বর্তমান প্রজন্মের নারীরা দেশের নেতৃত্ব দিচ্ছেন। দেশ বদলে গেছে, এখন আর দেশ আগের অবস্থানে নেই। বাসায় বসেও আয়ের সুযোগ তৈরি হয়েছে। তাই আগামীতে বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার পুরোপুরি নিশ্চিত করা হবে। আপনাদের অধিকার বুঝে নেওয়ার সময় এসেছে। অনেক সুযোগ তৈরি হয়েছে, এখন অনেক কিছু সহজ হয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, বিএনপি নেতা আরিফুর রহমান ও জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।
