অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে বিজিবির বিশেষ নজরদারি

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সুরুজ মিয়া বলেন নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, অপরাধীরা যেন কেউ দেশ ত্যাগ করতে না পারে এবং অন্য দেশের অপরাধীরা এদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি সব সময় তৎপর রয়েছে। এজন্য সীমান্তের সব মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

গত রোববার দুপুরে সীমান্ত উপজেলা বালিয়াডাঙ্গীর বাঙালী পাড়া ও মমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।