শিবগঞ্জ সীমান্ত এলাকায় চারটি বিদেশি পিস্তল উদ্ধার
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রাস্তায় পড়ে থাকা একটি ব্যাগে মিলল ৪টি বিদেশি পিস্তল, ম্যাগজিনসহ গুলি। গতকাল সোমবার সকালে উপজেলার সীমান্তবর্তী মনাকষা ইউনিয়নের গোপালপুর এলাকায় ব্যাগটি উদ্ধার করে এসব আগ্নেয়াস্ত্র দেখতে পায় বিজিবি সদস্যরা। এদিন দুপুরে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
তিনি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যারচেষ্টার ঘটনায় ৫৩ বিজিবির অধীনস্থ প্রায় ৫০ কিলোমিটার এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত দিয়ে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে অস্ত্র ঢুকছে বলে জানা যায়। সে অনুয়ায়ী মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে বাংলাদেশের আনুমানিক ১ কিলোমিটার অভ্যন্তরে অভিযান বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা।
তিনি আরও জানান, এ সময় দুজন মোটরসাইকেল আরোহীকে সন্দেহভাজন মনে হলে বিজিবি সদস্যরা থামাতে বলেন। কিন্তু তাদের কাছে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। এরপর সেই ব্যাগ সেটি তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো আমেরিকান ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, উদ্ধারকৃত আগ্নোয়াস্ত্রগুলো ভারত থেকে এসেছে এমনটি ধারণা করা হচ্ছে। এগুলো দেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির কাজে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে। বিজিবি সবসময় চোরাচালান রোধে সংকল্পবদ্ধ। দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির নিয়িমিত তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই অধিনায়ক।
