বাসচাপায় কারারক্ষী নিহত
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে পলাশ আলী নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভোলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারের কারারক্ষী ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। মান্দা থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত পলাশ আলী মোটরসাইকেল চালিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। তার মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
