নাগরিক ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গোপালগঞ্জ প্রতিনিধি

সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা বিষয়ে গোপালগঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক গোপালগঞ্জ জেলা কমিটি এ বৈঠকের আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে জেলা সুজনের সভাপতি প্রবীণ সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারীর সভাপতিত্বে ও প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে শুরু হয় এ গোলটেবিল বৈঠক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন খুলনার আঞ্চলিক সমন্বয়ক মো. মাসুদুর রহমান রঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, ডা. সিদ্ধেশ্বর মজুমদার, সুজনের সহ-সভাপতি শিপ্রা বিশ্বাস, অনীমা বিশ্বাস প্রমুখ।

গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর গোপালগঞ্জ জেলা সভাপতি রবীন্দ্রনাথ অধিকারী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায়, নির্বাচনে জনগনের ভোটাধিকার যাতে সুসম্মত থাকে, প্রকৃত ভোটাররা যাতে ভোট দিতে পারে এগুলো নিশ্চিত করার জন্য সুজন মাঠে কাজ করে যাচ্ছে। সারা দেশের বিভিন্ন জেলায় এই গোলটেবিল বৈঠক হচ্ছে।