কাউখালীতে জেলা প্রশাসকের মতবিনিময়
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পিরোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ আনুষ্ঠানিকভাবে মতবিনিময় সভা করেছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ।
জেলা প্রশাসক আবু সাঈদ কাউখালী গণপাঠাগার, অফিসার্স ক্লাবের নতুন ভবন উদ্বোধন করেন। এছাড়াও তিনি ভূমি অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা হল রুম মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এ সময় জেলা প্রশাসককে উপজেলা প্রশাসন ফুলের শুভেচ্ছা জানান। পরে সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াকুব আলী উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসেন, কৃষি কর্মকর্তা সোমা দাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সোমা রানী সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, নির্বাচন কর্মকর্তা আরিফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা এসএম দুলাল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিড়াপাড়া ইউনিয় পরিষদের চেয়ারম্যান লাইফুজ্জামান মিন্টু, আমরাজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর মুন্সী, শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান প্রমুখ।
