ঘরের ছাদ থেকে অজগর উদ্ধার
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে দোতলা মাটির ঘরের ছাদ থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সাপটি উদ্ধার করা হয় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা এলাকার বিনোদ বরণ চক্রবর্তীর বাড়ি থেকে। পরিবারের সদস্যরা ঘরের চালের নিচে দেয়ালে সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হন। খবর পেয়ে ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ এর সদস্য আমির হোসাইন শাওন সাপটি উদ্ধার করেন।
শাওন জানান, চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মাজহারুল ইসলামণ্ডএর নির্দেশনায় সাপটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন প্রায় ২০ কেজি এবং দৈর্ঘ্য ১০ ফুট।
