দুর্বৃত্তের আগুনে আড়াই টন ধান পুড়ে ছাই

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

মো. রফিক (৪০) নামে প্রান্তিক এক কৃষকের আড়াই টন ধান পুড়ে গেছে। একইসঙ্গে পুড়ে ছাই হয়েছে দশ হাজার টাকার শুকনো খড়। গত বুধবার ভোরে উপজেলার ধলই ইউনিয়নস্থ কাটিরহাট দক্ষিণ উদালিয়া মোহছেনা পাড়া দক্ষিণ বিলে এ ঘটনা ঘটে। সরেজমিনে ক্ষতিগ্রস্ত বর্গা চাষি (কৃষক) জানান, সপ্তাহ খানিক আগে ধান কাটার কাজ সেরে শুকানোর উদ্দেশ্যে ঘটনাস্থলে প্রায় চারশ আড়ি (চার টন) ধান ও বর্তমান বাজার দরে দশ হাজার টাকার খড় স্তুফ করে রাখা হয়। দু-তিন দিনে দেড় টনের মত ধান জমির মালিক ও খোরাকির জন্য ঘরে নেয়া হয়।ঘটনার দিন ভোর তিনটার দিকে কুকুরের শোরগোল শুনে বিলে গেলে কাউকে দেখতে না পেয়ে ঘরে গিয়ে ফের শুয়ে পড়েন। পরে ভোর ৫টার দিকে পাশের এক প্রতিবন্ধী নারীর ফোন ও চিৎকার শুনে গিয়ে দেখেন ধান ও খড় পুড়ে ছাই। তার সন্দেহ কুকুর হয়ত কাউকে দেখেই চিৎকার করেছিল। ঘটনাস্থলে যাওয়ায় প্রথমে কোথাও সটকে পড়েছিল। পরবর্তীতে আগুন দিয়ে চলে যায়। কান্নাজড়িত কন্ঠে ক্ষতিগ্রস্থ রফিক বলেন, আমি তো কারো ক্ষতি করিনি। কারা আমার এত বড় ক্ষতি করল। কী দোষে আমার পরিবার ও গো খাদ্যে এভাবে আগুন দিল। তিনি বলেন, তার আটটি গরু আছে। খড় পুড়ে যাওয়ায় তার পক্ষে খড় কেনা সম্ভব নয় বিধায় কয়েকটি গরু বিক্রি করে দিবেন। এদিকে খবর পেয়ে দক্ষিণ উদালিয়া মোহছেনা পাড়া কৃষি সমবায় সমিতির নেতৃবৃন্দরা ঘটনাস্থলে পৌঁছে সহকর্মীকে সান্তনা দেয়ার পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা জানান।