বাসাইলে রেলস্টেশন উদ্বোধন

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া নামক স্থানে ‘সোনালিয়া করটিয়া’ নামক রেলস্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে ফিতা কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে রেল স্টেশনটির উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।উদ্বোধনের দিন সোনালিয়া স্টেশনে রাজশাহী মেইল লোকাল ট্রেনের যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতে এ স্টেশনে আরও ট্রেনের যাত্রাবিরতি বাড়ানো হবে। স্টেশনটি চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ সময় পাকশী রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জানা যায়, নাম জটিলতার কারণে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ ছিল সোনালিয়া রেলস্টেশনটি। রেলস্টেশন নির্মাণের প্রায় ১৫ বছর পর অবশেষে যাত্রী সেবার জন্য এটি চালু করা হলো। স্থানীয় বাসিন্দারা জানায়, স্টেশনটি চালু হওয়ায় টাঙ্গাইল সদর, বাসাইল ও সখীপুর উপজেলার মানুষের যাতায়াতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তারা সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার পাশাপাশি স্টেশনসংলগ্ন সড়ক উন্নয়নের দাবি করে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, প্রাথমিকভাবে একটি ট্রেন দিয়ে যাত্রা শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এছাড়া টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এই স্টেশন চালুর ফলে টাঙ্গাইল সদর, বাসাইল ও সখীপুর উপজেলার কয়েক লাখ মানুষ সরাসরি রেলসেবার আওতায় আসবে। পাশাপাশি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা’দত কলেজ, করটিয়া হাটসহ আশপাশের এলাকার মানুষও এ স্টেশনের সুফল ভোগ করবে।