দিনাজপুরে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) দিনাজপুরের জেলা আয়োজনে এবং জেলা প্রশাসন দিনাজপুরের সহযোগিতায় নানা আয়োজনের মধ্যদিয়ে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসক রফিকুল ইসলামের নেতৃত্বে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় ময়দানস্থ বিসিক উদ্যোক্তা মেলা প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়।
দিনাজপুর জেলা বিসিকের উপ-মহাব্যবস্থাপক জাহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্য বলেন, বিসিক সরকারি উন্নয়নমুখী ও জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করে আসছে, ফলে বাংলাদেশকে শিল্প সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিসিকের সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে বেসরকারি উদ্যোগে সারা দেশে নতুন নতুন শিল্প গড়ে উঠছে এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, রাজশাহীর বিসিকের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, উপ-মহাব্যবস্থাপক (বিপণন বিভাগ) বিসিক প্রধান কার্যালয়ের শেফালী খাতুন, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বক্কর সিদ্দিক, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মোছাদ্দেক হুসেন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক উত্তরবাংলার সম্পাদক মতিউর রহমান। বিসিক উদ্যোক্তা মেলায় নতুন-পুরাতন ১০০ জন উদ্যোক্তাদের দেওয়া স্টলে প্রচুর দর্শনার্থীদের ভিড় জমছে। স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয় দিনাজপুরের উপ-ব্যবস্থাপক চারু চন্দ্র বর্মন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন, বিসিক জেলা কার্যালয় দিনাজপুরের প্রমোশন কর্মকর্তা আনোয়ার হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা বিসিক কার্যালয়ের প্রমোশন কর্মকর্তা ইমরান আলী।
