সারা দেশে হাদির গায়েবানা জানাজা, বিক্ষোভ

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই তাকে দাফন করা হয়। এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। এদিকে দেশের বিভিন্ন স্থানে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠি : গতকাল শনিবার বাদ জোহর ঝালকাঠি শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শহর ও আশপাশের বিভিন্ন এলাকার মসজিদ থেকে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। জানাজা শেষে মরহুম শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। অনেকেই বলেন, এ ধরনের হত্যাকাণ্ড সমাজে নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করা জরুরি। জানাজায় অংশ নেওয়া অনেকেই বলেন, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকার জন্য শরিফ ওসমান হাদি সাধারণ মানুষের কাছে জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

যশোর : হাদি হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ, প্রতিবাদ ও দোয়া অব্যাহত রয়েছে। গতকাল শনিবার জোহর নামাজের পর ঈদগাহ ময়দানে যশোরের সর্বস্তরের ছাত্র-জনতা ব্যানারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতসহ অন্যরা বক্তব্য রাখেন। বিকাল সাড়ে ৩টায় একই স্থানে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করে জেলা জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। প্রায় একই সময়ে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে প্রতিবাদ সমাবেশ করে ‘প্রাচ্যসংঘ’ যশোর। সমাবেশে বক্তব্য রাখেন প্রাচ্যসংঘ প্রতিষ্ঠাতা লেখক ও গবেষক বেনজীন খান। বিকাল সাড়ে ৪টায় চৌরাস্তা জামে মসজিদের পাশ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাব যশোরের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয় ‘মুক্তি মঞ্চ’ ব্যানারে। সমাবেশে অ্যাডভোকেট রুহিন বালুজসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

নোয়াখালী : জেলা প্রশাসক কার্যালয়ের পাশে অবস্থিত মডেল মসজিদ প্রাঙ্গণে বাদ আসর গায়েবানা জানাজার নামাজ আদায় করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব, তরুণ প্রজন্মসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন। গায়েবানা জানাযার আগে বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন এক নির্লোভ, সাহসী ও অসাম্প্রদায়িক চেতনার তরুণ। তার মৃত্যুতে নোয়াখালীর তরুণ সমাজ একজন বলিষ্ঠ কণ্ঠস্বরকে হারাল। তারা হাদির মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর রশীদ আজাদসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা। এরপর জেলা প্রসাশকের কার্যালয়ের সম্মুখে সাবেক বঙ্গবন্ধু চত্বরকে ওসমান হাদি চত্তর ঘোষণা করে জুলাই সর্বদলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা।

চাঁদপুর : শরিফ ওসমান হাদির জানাজা শেষে চাঁদপুরে গায়েবানা জানাজার নামাজ আদায় করেছে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। গতকাল চাঁদপুর সরকারি কলেজ মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজার আগে দেশ রক্ষায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়। গায়েবানা জানাজায় জেলা জামায়াতে ইসলামী, ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার নেতাকর্মীরা অংশ নেন। জানাজা শেষে প্রতীকী কফিন নিয়ে শহরের বিভিন্ন সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।

মৌলভীবাজার : বড়লেখায় জামায়াতে ইসলামীর উদ্যোগে হাদির রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে বড়লেখায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং বড়লেখা পৌরসভা উত্তর বাজার ইউনিটের সেক্রেটারি মাওলানা ইমরান হোসাইনের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমির মুহাম্মদ এমদাদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা অফিস সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুয়েল এবং পৌরসভা জামায়াতের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ভারপ্রাপ্ত আমির মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিন।

গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই গায়েবানা জানাজার নামাজ পড়ান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবু দারদা। কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। পরে সেখান থেকে কফিন মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখান শহিদ শরিফ ওসমান হাদির রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত, শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবু দারদা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ভারতের আগ্রাসনবিরোধী বক্তব্য দেওয়ায় কারণে এরআগে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকেও ‘র’ এর পৃষ্ঠপোষকতায় তাদের এজেন্ট ছাত্রলীগের কর্মীরা গুলি করে হত্যা করেছে। দ্রুতই হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

কুষ্টিয়া : আহতযোদ্ধাদের আয়োজনে গতকাল শনিবার দুপুরে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জজ কোর্টেও স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, জুলাইযোদ্ধা ও জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা জাতীয় নাগরিক ঐক্যের প্রধান সমন্বয়ক মাহমুদ হাসান বাপ্পি প্রমুখ। এ সময় জুলাই আহত যোদ্ধারা শহিদ শরিফ ওসমান বিন হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন। পাশাপাশি শহিদ হাদির স্মৃতি সংরক্ষণ এবং তার আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান তারা।

নওগাঁ : গতকাল শনিবার বাদ যোহর নওগাঁ শহরের নওজোয়ান মাঠে নামাজে জানাজায় ইমামতি করেন- মাজলিসুল মোফাচ্ছেরিন নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান। জানাজায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতকর্মীরা অংশগ্রহণ করেন। এর আগে শরিফ ওসমান হাদির কর্মময় জীবন নিয়ে আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, বিএনপি মনোনীত নওগাঁ-৫ (সদর) আসনের পদপ্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব, নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী আসম সায়েম, নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মাহফুজুর রহমান, নওগাঁ-২ (পত্নীতলা-ধামুইরহাট) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী খবিরুল ইসলাম, নওগাঁ-৫ (সদর) আসনে এবি পার্টির প্রার্থী কাজী আতিকুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আরমান হোসেন, তানজিম বিন বারী, ফজলে রাব্বি, সাদনান সাকিব বক্তব্য রাখেন।

রাজৈর (মাদারীপুর) : গতকাল শনিবার বাদ যোহর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন শেখ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এক জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মুসল্লিরা তার কর্মময় জীবন স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজায় আলেমণ্ডওলামা ও নেতারা বলেন, হাদিকে গুলি করে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করা যাবে না। এক হাদি হত্যায় লাখ হাদি জন্ম নেবে। বক্তারা জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, প্রায় আড়াই হাজার ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করেও আন্দোলন দমন করা যায়নি।

দেশজুড়ে আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বক্তারা আরও বলেন, হত্যার জবাব লাশের উপর দিয়েই দেওয়া হবে। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, তা কোনোভাবেই ম্লান হতে দেওয়া হবে না।

আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক একটি সুন্দর রাষ্ট্র। বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সদস্য ও মাদারীপুর-২ আসনের মনোনীত মুফতি আব্দুস সোবাহান, মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিজবাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আজগর শেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরান মাহমুদ জামী, সংগঠক জহিরুল ইসলাম, সদস্য শেখ জোবায়ের হোসেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।