ভূমধ্যসাগরে কলেজছাত্র নিহত উল্লাপাড়ায় তিন দালাল গ্রেপ্তার
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাকিব হোসেন স্বাধীনের (২৩) মৃত্যু হয়েছে। তাকে হত্যা করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে পরিবারের অভিযোগ। এ ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- দালাল আবুল কালাম আজাদ, তার মেয়ে সোনিয়া, মোন্নাফ হোসেন।
উল্লাপাড়া মডেল থানার ওসি নুরে আলম জানান, অভিযুক্ত দালালের বড় ছেলে সাদ্দাম আগে থেকেই ইতালি থাকে। এরমধ্যে তার ছোট ছেলে জাকারিয়ার সঙ্গে ওই উপজেলার ভুতগাছা গ্রামের গোলাম কিবরিয়া ফিরোজের ছেলে স্বাধীনকে ইতালি পাঠানোর প্রস্তাব দেয়।
ওই ২ মেয়ের জামাই (ঢাকায় অবস্থানরত) উল্লাপাড়ার বন্যাকান্দি গ্রামের ইউনুস আলী ও মধ্যবড়হর গ্রামের মোন্নাফ আলীর সঙ্গে কথা বলে ওই কলেজ ছাত্রর বাবা দালালকে ২৫ লাখ টাকা দেয়। গত ২২ মে দালালের ছেলে জাকারিয়া স্বাধীনকে নিয়ে ইতালি যাওয়ার জন্য বিমানবন্দর থেকে বাংলাদেশ ত্যাগ করে।
তারা প্রথমে ভারতের চেন্নাই ও দুবাইসহ বিভিন্ন দেশ দিয়ে লিবিয়া নিয়ে যায় স্বাধীনকে। এরমধ্যে স্বাধীন আটক হয়ে কারাগারে যায়।
এ কথা বলে ২ দফায় আরও ১০ লাখ টাকা নেওয়া হয় এবং শ্রীংলকায় পৌঁছার পর তাদের ২ জনকে আলাদা করে দেওয়া হয়। গত ১২ নভেম্বর ১২২ জনকে একটি ট্রলারে করে ওই সাগর পথে ইতালি পাঠানোর সময় ট্রলারটি আংশিক ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৯৭ জনকে মারধরের পর হত্যা করে ভাসিয়ে দেওয়া হয়। সেখান থেকে বেঁচে যাওয়া মাদারীপুরের ৭ জন গত বৃহস্পতিবার দেশে ফিরেছে এবং ওই দিন বিমানবন্দরে গিয়ে তাদের কাছ থেকে স্বাধীন নিহতের বিষয়টি নিশ্চিত হয় তার পরিবারের লোকজন। এ ঘটনার গত শনিবার বিকালে দালাল কালামকে আটক করে স্বজনেরা। তাকে পুলিশ সোপর্দ করা হয় এবং এ অভিযোগে ওইদিন রাতেই নারীসহ আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মানব পাচার আইনে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
