‘শহিদ হাদি সার্বভৌমত্বের প্রতিচ্ছবি’

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ভারতীয় আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে শরিফ ওসমান হাদি ছিলেন উচ্চকিত কণ্ঠস্বর ও অনলবর্ষী ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতিচ্ছবি। তাকে হারিয়ে আমরা হারিয়ে ফেলেছি বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রের এক উদীয় নক্ষত্র। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নিহত হওয়ার ঘটনায রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসাবে গত শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত শোক র‌্যালি পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, শহিদ হাদি চলে গেছেন কিন্তু তার চেতনা আমাদের মধ্যে রেখে গেছেন। গুলিতে আহত হওয়ার পরে সারা বাংলাদেশে শহিদ হাদির পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে যেভাবে বিদ্রোহ শুরু হয়েছে সেটাই প্রমাণ করে শহিদ হাদি লাখ হাদিকে জীবিত রেখে গেছেন। শহিদ হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্বাধীনতা-সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখার জন্য যে প্রতিশ্রুতি রেখে গেছেন, আমরা তা ধরে রাখব। তাহলেই হাদির রক্তের বদলা নিতে পারব।

রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে প্রশাসন ভবন চত্বর থেকে উপাচার্যের নেতৃত্বে শোক র‌্যালি শুরু হয়। র‌্যালিটি প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শুরুর স্থানে সমাবেশে মিলিত হয়। র‌্যালিতে উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্টসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।