শ্রীপুরে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার প্রতিবাদ

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গণমাধ্যমের উপর হামলার মধ্যদিয়ে সাংবাদিকদের কন্ঠ স্তব্ধ করার প্রয়াস কোনোদিন পূর্ণ হবে না। প্রথম আলো ও ডেইলি স্টার বন্ধ হয়নি, বন্ধ করার চেষ্টা বৃথা। প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে সন্ত্রাসী হামলা ও সাংবাদিক নূরুল কবীরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধনে এসব কথা বলেন সাংবাদিকরা। গতকাল সোমবার দুপুরে শ্রীপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন শেষে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের সঙ্গে এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

শ্রীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দিনকালের শ্রীপুর প্রতিনিধি বশির আহমেদ কাজলের সভাপতিত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় সঞ্চালনা করেন সাংবাদিক রাতুল মণ্ডল। দৈনিক দিনকালের শ্রীপুর প্রতিনিধি বশির আহমেদ কাজল তাঁর বক্তব্যে বলেন, ‘আপনি যদি বাংলাদেশটাকে দেখতে চান, এর ভেতরের তথ্যভিত্তিক সত্যগুলো, প্রতিদিন ঘটে যাওয়া ঘটনার ভেতরের তথ্যগুলো জানতে চান, তাহলে তো সাংবাদিকদের চোখ দিয়েই দেখতে হবে, জানতে হবে । যারা রাজনীতি করেন তাদেরকে বলব, নিজের চোখ বন্ধ করলে দেখবেন টা কি? এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম রানা, দৈনিক কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি শাহীন আকন্দ, দৈনিক আমাদের সময়ের শ্রীপুর প্রতিনিধি আব্দুল লতিফ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান, দৈনিক প্রথম আলো পত্রিকার শ্রীপুর প্রতিনিধি সাদিক মৃধা, ডেইলি স্টারের গাজীপুরের নিজস্ব প্রতিবেদক মঞ্জুরুল হক, চ্যানেল নাইন এর গাজীপুর জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম আবীর, এশিয়ান টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি কবির সরকার, এনটিভি (অনলাইন) শ্রীপুর প্রতিনিধি আব্দুর রউফ, পরিবেশ বিষয়ক সংগঠন রিভার এন্ড ন্যাচার ফাউন্ডেশন এর চেয়ারম্যান খোরশেদ আলম প্রমুখ।