নারায়ণগঞ্জে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

আটক এক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে নিখোঁজের ১ দিন পর আলিফা (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। নিহত স্কুল ছাত্রী আলিফা উল্লেখিত এলাকার জামান মিয়ার বাড়ির ভাড়াটিয়া গার্মেন্টস শ্রমিক মোহাম্মদ আলী ও নাসিমা বেগমের মেয়ে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনার জড়িত থাকার সন্দেহে কাউছার (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত কাউছার উল্লেখিত এলাকার মানিক চাঁনের ছেলে। এদিকে এ ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল মো. ইমরান আহম্মেদ (পিপিএম) ও বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিনসহ বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

নিহতের পারিবারিক সূত্র জানায়, শিশু আলিফা স্থানীয় দড়ি সোনাকান্দা মিফতাহুল উলূম মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গত শনিবার বিকাল ৪টায় একটি খালি বস্তা দিয়ে প্রতিবেশী তারা মিয়ার বাড়িতে মেয়ে আলিফাকে পাঠানো হয়। তারপর থেকে সে নিখোঁজ হয়।

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেরে পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়ে। গত সোমবার ভোরে লোকমুখে জানতে পেয়ে পার্শ্ববর্তী একটি নির্জন স্থান হতে তার লাশ পড়ে আছে।