গৃহবধূকে কুপিয়ে হত্যায় স্বামী গ্রেপ্তার
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে গোমতী ব্রিজের ওপর জনসম্মুখে তানজিনা (১৯) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী কুদ্দুস রুবেল (৩২)। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার গোমতী ব্রিজের দক্ষিণ পাড়ে এই ঘটনা ঘটে। পুলিশ ঘাতক স্বামীকে গ্রেপ্তারসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে। নিহত তানজিনা আড়ালিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে। ঘাতক কুদ্দুস রুবেল একই উপজেলার উত্তর ত্রিশ গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে প্রেমের সম্পর্কের জেরে তাদের বিয়ে হয়। বিয়ের পর রুবেলের আগের বিয়ের খবর জানাজানি হলে সংসারে কলহ শুরু হয়। অভিযোগ রয়েছে, ২ লাখ টাকা যৌতুক নেওয়ার পরও আরও ৪ লাখ টাকার দাবিতে তানজিনার ওপর নির্যাতন করত রুবেল। মুরাদনগর থানার ওসি জানান, অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছে । লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
