মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এনপি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পশ্চিম নরোত্তমপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চৌমুহনী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা ইমরান হোসাইন, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভুইয়া, সংগঠনের সহ-সভাপতি শিক্ষক কামরুল ইসলাম রিফাত, আল শরীফ, হাজী নুর উদ্দিন, ইসলামািয়া মাদ্রাসার সুপার আবু ছালেহ জাফর, মাওলনা তালহা, মাওলানা হাবীব উল্যাহ, শিক্ষানুরাগী জাফর আহমদ, প্রবাসী ইমাম হোসেন, শিক্ষক ও শিক্ষার্থী আবু সুফিয়ানসহ আরও অনেকে। এনপি ফাউন্ডেশনের সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মুনতাসীর আল মামুনের সার্বিক ব্যবস্থাপনায় ও আরমান হোসেনের সঞ্চালনায় প্রতিষ্ঠানের সফলতা অর্জনকারী শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান ও বৃত্তি বিতরণ করা হয়েছে।
