ঈশ্বরদীতে মানববন্ধন

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিক, শিক্ষক, মানবাধিকারকর্মী, সাহিত্য-সংস্কৃতি কর্মী, পরিবেশবাদী ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, সাবেক সভাপতি এসএম রাজা, ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, রাজনীতিবিদ আতাউর রহমান পাতা, সিনিয়র সাংবাদিক খন্দকার মাহাবুবুল হক দুদু, প্রেসক্লাবের সহ-সভাপতি হাসানুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক সেলিম সরদার প্রমুখ।