পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে সাইমন বিবি নামে শতবর্ষী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার টালকী ইউনিয়নের চাঁনবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাইমন বিবি ওই এলাকার মৃত হাসান উদ্দিনের স্ত্রী ছিলেন। বৃৃদ্ধার সন্তান আজহার মিয়া জানান, বার্ধক্যজনিত কারণে দৃষ্টিশক্তি কমে যাওয়ায় তার মা তাদেরসহ কাউকেই ঠিকমতো চিনতেন না। গত সোমবার তার মায়ের গায়ে কম্বল জড়িয়ে শুয়ে দিয়ে এসে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। গতকাল মঙ্গলবার ভোরে মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের পুকুরে তার মাকে ভাসতে দেখেন। পরে দ্রুত উপরে তোলে দেখেন তার মা মারা গেছেন। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।