গাড়িচাপায় নিহত এক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় এক ভিক্ষুক নিহত হয়েছেন। গত সোমবার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপজেলার হাসড়কের জৈনা বাজার ফুটওভার ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভিক্ষুকের নাম হারেস ওরফে বাঘা (৭০) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের লাল পুকুরপাড় এলাকার বাসিন্দা নূর বক্সের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিক্ষা শেষে বাড়ি ফেরার পথে বিকালে হারেস ওরফে বাঘা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার চেষ্টা করেন।