কনস্টেবলকে কুপিয়ে জখম
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম থানা চত্বরে গরু প্রবেশে বাধা দেওয়ায় শরিফুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছে বাহাদুর হোসেন বাদল নামের এক যুবক। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম এ তথ্য জানিয়েছেন। বাদল চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। পুলিশ সূত্র জানায়, বাদল নিয়মিত চৌদ্দগ্রাম থানার বাউন্ডারির ভিতরে গরু নিয়ে প্রবেশ করেন। গরুগুলো বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছ নষ্ট করে। বাদলকে আগে থেকেই গরু নিয়ে প্রবেশে একাধিকবার নিষেধ করা হয়। গত মঙ্গলবার দুপুরে বাদল একাধিক গরু নিয়ে থানা চত্বরে ঢুকে। এ সময় কনস্টেবল শরিফুল ইসলাম বাধা দেন। এতে বাদল ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা দা দিয়ে শরিফুলের মাথায় কোপ দেন। এ সময় শরিফুলের চিৎকার শুনে থানার ভিতর থেকে পুলিশ সদস্যরা এসে বাদলকে আটক করে।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম বলেন, এ ঘটনায় বাহাদুর হোসেন বাদলের বিরুদ্ধে মামলার গতকাল বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
