মাদককারবারির হামলায় কনস্টেবল আহত
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক কারবারিদের ধরতে গিয়ে তাদের সঙ্গবদ্ধ আক্রমণে মাথা ফেটেছে পুলিশ কনস্টেবল আলী উজ্জামানের। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা জুনিয়াদহ ইউনিয়নের মাওলাহাবাসপুরে এই ঘটনা ঘটে। ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের এএসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জুনিয়াদহ ইউনিয়নের মাওলাহাবাসপুরে একটি অভিযান চালায়। সেখানে তারা দেখতে পায়, পলাশসহ কিছু মাদক কারবারি মাদক নিয়ে যাচ্ছে। এমতাবস্থায় পুলিশ তাদের ধরতে গেলে, তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি মারতে থাকে। এ সময় পুলিশের কনস্টেবল মো. আলী উজ্জামান মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাকে ভেড়ামারা উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তার মাথার ডান পাশের উপরের অংশে আঘাত লেগেছে বলে জানায় পুলিশ। তার মাথায় ৫টি সেলাই দেওয়া লেগেছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। ভেড়ামারা থানার ওসি মুহম্মদ জাহেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকবিরোধী অভিযানে গেলে পুলিশের ওপর মাদক কারবারিরা হামলা চালায়। এতে কনস্টেবল আলী উজ্জামান মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একজনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পলাতক। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
