হাসপাতালে হামলার প্রতিবাদ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চৌমুহনীতে রাবেয়া (প্রা.) হাসপাতালসহ বিভিন্ন সময় বেসরকারি হাসপাতালে সংঘটিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে চৌমুহনীর পাবলিক হল চত্বরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন বেগমগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। নোয়াখালীর বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে বারবার সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনায় চিকিৎসাসেবা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এতে একদিকে রোগীরা যেমন ভোগান্তিতে পড়ছেন, অন্যদিকে চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

তারা আরও বলেন, রাবেয়া (প্রা.) হাসপাতালে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা। এই সময় উপস্থিত ছিলেন- রাবেয়া প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার আবু নাসের, লাইফ কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার আবু তাহের, ডা. শরীফুল ইসলাম, আমানিয়া মাসুদ, গনিপুর মাসুদ প্রমুখ।