‘দেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে’

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সর্বত্রই জনসংযোগে স্বতস্ফূর্তভাবে এলাকাবাসী আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা খুব বেশি প্রত্যাশা নিয়ে বলতে পারি- দেশে স্বাভাবিক, সুন্দর-শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। যার জন্য আমাদের আন্দোলন সংগ্রাম ছিল। তিনি বলেন, বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারারুদ্ধ ছিলেন। সুস্থ্য মানুষ অসুস্থ্য হয়ে জেলখানা থেকে বের হয়েছেন।

নির্বাচন-ভোটের জন্য আন্দোলন সংগ্রাম করে শেষ পর্যন্ত মৃত্যুর মাধ্যমে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।

গতকাল রোববার লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের বিএনপির প্রয়াত নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য প্রয়াত ব্যক্তিদের কবর জিয়ারতের সময় নির্বাচনি হালচাল নিয়ে এ্যানি এসব কথা বলেন। এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত নেতা রেজাউল করিমের বাবা হোছাইন আহমদের কবর জিয়ারত করেন।