আগুন পোহানোর সময় দগ্ধ হয়ে শতবর্ষী নারীর মৃত্যু
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে শীত নিবারণ করতে চুলার আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মরিয়ম বেওয়া পহেলা (১০০) নামে এক শতবর্ষী বৃদ্ধার মৃত্যু হয়েছে।
গত সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বলারদিয়ার দক্ষিণপাড়া এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেওয়া পহেলা একই গ্রামের মৃত হোসেন আলী মণ্ডলের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, শীত নিবারণের জন্য রান্নাঘরের চুলার পাশে বসে আগুন পোহাতে যায় মরিয়ম।
এসময়ই অসাবধানতা বশত চুলা থেকে তার পরনের কাপড়ে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা পুরো শরীরে ছড়িয়ে পড়ে। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে আগুন নিভিয়ে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
