নির্বাচনি কার্যক্রম নিয়ে মতবিনিময়
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নওগাঁয় নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাজশাহীয় বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশীদ। নওগাঁ জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী উপ-মহা পুলিশ পরিদর্শক শাহজাহান । এ সময় জেলা পুলিশ সুপার তারিকুল ইসলামসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং নির্বাচন অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভ্যন্তরীন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান অতিথি। রাজশাহীয় বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ সাংবাদিকদের বলেন- সুষ্ঠু নির্বাচনের অগ্রগতি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রশাসনকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।
