নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময়

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিসার গিয়াস উদ্দিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু মুছা।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- মনপুরা নৌ কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট রিয়াদ হাসান, মনপুরা থানার ওসি মাহমুদ আল ফরিদ, উপজেলা আনসার বিডিপি কমান্ডার মজিবুর রহমান।

এ সময় বিভিন্ন বিষয় নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় করা হয়।