‘হাসিনার প্রতিহিংসার কারণে খালেদা জিয়া উন্নত চিকিৎসা পাননি’

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নরসিংদী প্রতিনিধি

শেখ হাসিনার প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির কারণেই বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে ধাবিত হয়েছিলেন বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, স্লো পয়জনিংয়ের মাধ্যমে খালেদা জিয়াকে চার বছর ধরে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। সময়মতো উন্নত চিকিৎসা না পেয়ে, তাকে দুনিয়া থেকে বিদায় করার চিরস্থায়ী বন্দোবস্ত করে গিয়েছে। গতকাল বৃহস্পতিবার নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নের নেকজানপুরে আলোকবালী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফিরাতের জন্য দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খায়রুল কবির খোকন বলেন, জুলাই-আগস্টের ছাত্র অভ্যুত্থান কোনো দুই মাসের আন্দোলন নয়। এটি ১৬ বছরের আন্দোলন। দীর্ঘ সময়জুড়ে গুম, খুন, হামলা-মামলা, লুটপাট ও দুর্নীতির মাধ্যমে মানুষের ভেতরে যে পুঞ্জীভূত ক্ষোভ তৈরি হয়েছিল, তারই বিস্ফোরণ ঘটেছে ৫ আগস্ট। এর ফলেই শেখ হাসিনাকে পালাতে বাধ্য হতে হয়েছে। পৃথিবীর ইতিহাসে এভাবে কাউকে উৎখাত হওয়ার নজির নেই। আলোকবালী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নুল আবেদীন সরকারের সভাপতিত্বে এ দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নরসিংদী জেলা ছাত্রদলের সেক্রেটারি সিদ্দিকুর রহমান নাহিদ, বিএনপির জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল রৌউফ ফকির রনিসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।