বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ১১
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়েছে। অভিযানে অস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও মাদকসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার এ তথ্য জানান ৪৫ এমএলআরএস রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের ও রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন।
যৌথ বাহিনীর তথ্যমতে, গতকাল শুক্রবার ভোরে আড়াইহাজার উপজেলার মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর, মধ্যারচর ও কদমিরচরসহ একাধিক এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আস্তানা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে পুলিশের খোয়া যাওয়া একটি পিস্তল ও ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, পাঁচটি শটগানের কার্তুজ, আটটি ককটেল, ৩৮৮টি রামদা, সাতটি চাপাতি, একটি বড় ছোরা, ছয়টি ছোট ছোরা, ১৩টি দা, দুটি কুড়াল, ছয়টি হকিস্টিক, টেটা, ডাকাতির কাজে ব্যবহৃত বড় টর্চলাইট, একটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র এবং নগদ ১০ লাখ ১৫ হাজার ৮০০ টাকা। একই সঙ্গে পাঁচজন চিহ্নিত সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত পাঁচজন হলেন- মোহাম্মদ স্বপন, পারভেজ, মতিন, জাকির ও রিংকু মিয়া।
অপরদিকে, রূপগঞ্জের তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় যৌথ বাহিনী ইসমাইল ভূঁইয়া ও আবু সাইদের বসতবাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ৬ জনকে গ্রেপ্তার বরেছে। গ্রেপ্তাররা হলেন- মো. ফাহিম ভূঁইয়া (৩৫), নূরে মোহাম্মদ (১৮), খোকন মিয়া (৫৫), নাহিদ (১৮), মো. জোবায়ের (২৪), এসএম তৌহিদুজ্জামান (২১)।
এ সময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ৫ রাউন্ড গুলি, একটি কাটা রাইফেল, রাইফেলের ২ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ৩৬০ গ্রাম গাঁজা, ৫টি মোবাইল ফোন ও নগদ ২১ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
