গাইবান্ধায় পৌষ উৎসব
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাইবান্ধা প্রতিনিধি
‘শৈশবে যে পৌষ ছিল আনন্দের স্মৃতি, প্রবীণ বয়সে সেটাই হোক হৃদয়ের পুনর্জাগৃতি’ এই প্রতিপাদ্য নিয়ে লোকসংস্কৃতির আবহে শীতের আমেজে গতকাল শুক্রবার গাইবান্ধায় পৌষ উৎসব অনুষ্ঠিত হয়। এই পৌষ উৎসব উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বটতলার আইডিয়াল স্কুলে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। উৎসবে কর্মসূচির মধ্যে ছিল- শৈশবের গল্প, ভালোবাসার ভোজ, শীতে মাখামাখি, আনন্দ আড্ডা, সংগীত পরিবেশন, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ। সর্বজনের সহযোগিতায় দারিয়াপুর বনভোজন আয়োজক কমিটির উদ্যোগে ও বিশিষ্ট তরুণ সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদলের সমন্বয়ে এই পৌষ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের তত্ত্বাবধানে ছিলেন শামীম মন্ডল, শহীদুজ্জামান রিজু, আতিকুর রহমান, হুমায়ুন কবীর, মোজাম্মেল হক ও লক্ষণ রায়। এই পুষণা উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক, পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, বাউল শিল্পীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষরা অংশ নেয়।
এব্যাপারে সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদল বলেন, এই পৌষ উৎসব ছোট বেলার সেই শৈশবের স্মৃতিগুলোকে আবারও মনে করিয়ে দিয়েছে। এখানে শুধু পৌষ উৎসবই নয় শৈশবের নানা গল্প, ভালোবাসা, পৌষের শীতের যে পিঠা উৎসব, আনন্দের আড্ডায় আমার মনে হয় উপস্থিত সকলেরই অন্যরকম ভালো লেগেছে। এছাড়া এতো আনন্দের পরেও সবশেষে র্যাফেল ড্র এর মধ্য দিয়ে পুরস্কার বিতরণ করা হয়েছে। এই উৎসবের আনন্দকে সারাজীবন মনে রাখার মতো, যা কখনই ভোলার নয়। বিশেষ করে এই উৎসব আয়োজনে যারা জড়িত রয়েছে তাদের সকলকেই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। শেষে সঙ্গীত পরিবেশন করেন গাইবান্ধা পিবিআই পুলিশের ইন্সপেক্টর এডমিন মোহাম্মদ জহুরুল ইসলাম, শিক্ষক আনারুল ইসলাম, রেহেনা আরেফিন প্রমুখ।
