বিএনপি সরকার আসার অপেক্ষায় ১২ বছর ভাত না খাওয়ায় নিজামের মৃত্যু
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার প্রতিজ্ঞা তিনি করেছিলেন, তা শেষ মুহূর্ত পর্যন্ত অটুট রেখেই মারা গেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন মন্ডল (৭০)। গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানাগেছে, ২০১৪ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মহেশপুরে কাঙালিভোজের আয়োজন করেছিলেন নিজাম উদ্দিন। ওই অনুষ্ঠানে হামলা ও রান্না করা খাবার নষ্টের ঘটনার পর ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে তিনি ঘোষণা দেন বিএনপি পুনরায় রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত খাবেন না। এরপর থেকে প্রায় ১১ বছর ধরে তিনি ভাত পরিহার করে রুটি ও কলা খেয়ে জীবনযাপন করছিলেন।
২০২৫ সালের অক্টোবরে নিজাম উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি চিকিৎসার দায়িত্ব নেন। তার নির্দেশনায় ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসা করানো হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে নিজ গ্রামে ফিরে আসেন নিজাম উদ্দিন।
এলাকাবাসী জানান, রাজনৈতিক বিশ্বাস ও প্রতিজ্ঞার প্রশ্নে নিজাম উদ্দিন ছিলেন আপসহীন। সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের কাছে তিনি দৃঢ়তার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
