সিরাজগঞ্জে ছয়টি আসনে ৪৫৯ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জে ছয়টি আসনের ৯২৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৫৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এরমধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ১৭৮ ও ঝুঁকিপূর্ণ ২৮১টি ভোট কেন্দ্র। এরইমধ্যে কেন্দ্রগুলোতে কঠোর নজরদারিসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই বিভাগ সূত্রে জানা যায়, এ জেলার ৬টি সংসদীয় আসনের ৯২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৬৪টি ভোটকেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, এরইমধ্যে জেলা ও উপজেলার চর ও দুর্গম অঞ্চলের কেন্দ্রগুলো পর্যায়ক্রমে পরিদর্শন করা হয়েছে। গতকাল শনিবার প্রায় দিনভর যমুনা বিধৌত চৌহালী উপজেলার চরাঞ্চলের ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করা হয়েছে। এছাড়া প্রতিটি সার্কেল ও থানার দায়িত্বে থাকা কর্মকর্তারাও তাদের এলাকার কেন্দ্রগুলো পরিদর্শন করছেন। নিরাপত্তার জন্য ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে গণভোটের প্রচারে ব্যস্ত সময় পার করছে জেলা প্রশাসন। জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তথ্য কার্যালয়, উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ ও এনজিওগুলোর মাধ্যমে চলছে উঠান বৈঠক, মতবিনিময় সভা ও প্রামাণ্যচিত্র প্রর্দশনী। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে মতবিনিময় সভা করা হচ্ছে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার এসব কার্যক্রম তদারকি করছেন এবং নির্বাচনি আচরণবিধি প্রতিপালন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। সার্বিক নির্বাচনি পরিস্থিতির অভিযোগ গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকসহ ৬ জন অতিরিক্ত জেলা প্রশাসককে নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, গণভোটের প্রচার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় প্রতিনিয়ত জেলা ও উপজেলা পর্যায়ে জুম মিটিং ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দায়িত্বপ্রাপ্তদের বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হচ্ছে। ভোটের দিন ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। এছাড়া চরাঞ্চলের কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তাসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ জেলার ৬টি আসনে মোট ৯২৩টি ভোটকেন্দ্র রয়েছে এবং মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। এরইমধ্যে ভোটকেন্দ্রগুলো জেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
