ময়মনসিংহের চরপাড়া মোড়কে যানজটম্ক্তু করার দাবি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা এলাকা চরপাড়ায় দীর্ঘদিনের যানজট সমস্যার দ্রুত সমাধান দাবি করেছে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। এই দাবিতে সংগঠনটি গত বুধবার নগরীর চরপাড়া মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা বলেন, চরপাড়া এলাকা শুধু ময়মনসিংহ নগরী নয়, বরং আশপাশের বিভিন্ন জেলার মানুষের জন্য চিকিৎসাসেবার প্রধান কেন্দ্র। এখানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালসহ অর্ধশতাধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অবস্থিত। ফলে প্রতিদিন হাজার হাজার রোগী ও স্বজনের আগমন ঘটে, যা স্বাভাবিকভাবেই এলাকায় যানবাহনের চাপ বাড়িয়ে দেয়।
বক্তারা অভিযোগ করেন, প্রয়োজনীয় পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার অভাবে চরপাড়ায় প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। ফুটপাত দখল, অবৈধ পার্কিং, যত্রতত্র অটো ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড গড়ে ওঠায় সড়কের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক সময় রোগীবাহী গাড়ি যানজটে আটকে পড়ে, যা মানবিক দিক থেকে অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করছে। তারা আরও বলেন, চরপাড়ার যানজট বর্তমানে ময়মনসিংহ নগরীর জন্য একটি গুরুতর সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। এ অবস্থায় ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে।
বক্তারা চরপাড়ার যানজট নিরসনে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানান। তারা বলেন, পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা, অবৈধ দখল উচ্ছেদ এবং নির্দিষ্ট পার্কিং ও স্ট্যান্ড নির্ধারণের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। মানববন্ধনে সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে এবং শাহরিয়ার আহমেদ আশিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- শিক্ষাবিদ তপন সাহা চৌধুরী, সাংবাদিক মকবুল হোসেন, এমএ জিন্নাহ, আব্দুল মান্নান খান, অঞ্জন সরকার, আব্দুল হান্নান আল আজাদ, আবু বকর সিদ্দিক রুমেল, তানজিল হোসেন মুণিম, সজীব আকন্দ, আবীর হোসেন, আহসান উল্লাহ, খন্দকার তালহা জোবায়ের রোমান ও সাদিকুল ইসলাম প্রমুখ।
