ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা পর্যায়ে ৫৪তম ক্রীড়া সমিতির আয়োজনে গত বুধবার স্থানীয় শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন (একক ও দ্বৈত), টেবিল টেনিস এবং অ্যাথলেটিক্সে বালক ও বালিকা বিভাগে বিজয়ীদের মধ্যে ওইদিন সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হয়।