সিটি ব্যাংকের উপশাখা উদ্বোধন

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ভাণ্ডারিয়ায় গ্রাহকদের আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে সিটি ব্যাংক তাদের নতুন একটি উপশাখা উদ্বোধন করেছে। গত বুধবার ভাণ্ডারিয়া পৌর শহরের জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় এই উপশাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার। সিটি ব্যাংকের খুলনা রিজিওর এর প্রধান ইব্রাহীম খলিলের সভাপতিত্বে এবং খুলনা এরিয়া প্রধান ও শাখা ব্যবস্থাপক হিমাদ্রী শেখরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, সাবেক সদর ইউনিয়নের চেযারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, পৌর বিএনপির আহ্বায়ক আ. মান্নান হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাণ্ডারিয়া উপজেলা সভাপতি আলহাজ বাদশা জোমাদ্দার, সিটি ব্যাংকের বরিশাল এরিয়া প্রধান ও শাখা ব্যবস্থাপক মামুন বিল্লাহ প্রমুখ।