বগুড়া এপিবিএন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বগুড়া প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ বিদ্যালয় ক্যাটাগরিতে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ (এপিবিএন) বগুড়া সদর উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। সম্প্রতি শিক্ষা সপ্তাহের এক অনুষ্ঠানে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ও জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ এই স্বীকৃতির সনদ প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করেন।
এপিবিএন সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে বগুড়া সদরের নিশিন্দারা এলাকায় এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়।
এই প্রতিষ্ঠানটি বর্তমানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত করছে। বিগত কয়েক বছর ধরেই এই প্রতিষ্ঠানর শিক্ষার্থীরা এসএসসি, এইচএসসি এবং প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন অব্যাহত রেখেছে। ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এই প্রতিষ্ঠান পরিচালনা করে। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বগুড়া ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) ও অত্র স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি শহীদ আবু সরোয়ার গভর্নিং বডির পক্ষ থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যত ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
