মুন্সীগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার মানিকপুর রোডে ও শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয় এবং একটি গ্যাস ডিলার পয়েন্টকে দ্রুত সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।
গতকাল বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানকালে জেলা শহরের হাসপাতাল রোড এলাকায় অবস্থিত নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে দেখা যায়, নির্ধারিত মূল্যতালিকায় উল্লেখিত দামের চেয়ে বেশি মূল্যে বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে। এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির মালিক মহসিন দেওয়ানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, শহরের উপকণ্ঠ পঞ্চসারের মেসার্স আই আর এন্টারপ্রাইজ এলপি গ্যাস ডিলার পয়েন্টে মনিটরিংকালে গ্যাসের সরবরাহ কম থাকার বিষয়টি নজরে আসে। এ সময় মালিককে সংশ্লিষ্ট এলপি গ্যাস কোম্পানি থেকে দ্রুত গ্যাস সংগ্রহ করে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করেন- জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।
