দুর্গাপুরে নবীন বরণ
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে অ্যাডভান্সড মডেল স্কুলে নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ও আনন্দঘন নবীন বরণ অনুষ্ঠান।
গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল হক শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা পরিচালক একেএম ইয়াহিয়া। অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অতিথিরা বলেন, শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহ-শিক্ষা কার্যক্রমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
