নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময়

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গোপালগঞ্জ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গোপালগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসন এ মতবিনিমিয় সভার আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান। এ সময় পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ও সচেতনার বিষয়ে চিত্র তুলে ধরে গণভোটের বিভিন্ন দিক তুলে ধরা হয়।