দিনাজপুরে আন্তঃধর্মীয় কর্মশালা

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে কারিতাসের প্রশিক্ষণ কক্ষে ‘শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা- একসাথে বসবাসের ভিত্তি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ‘সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ক আন্তঃ ধর্মীয় কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। কারিতাস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মি. দাউদ জীবন দাশ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ক আন্তঃ ধর্মীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল, দিনাজপুর কোতয়ালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- দিনাজপুর ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার কেরোবিম বাকলা, কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক রবি মার্ডি, কারিতাস বাংলাদেশ এর সিএমএফপি পরিচালক কামাল উদ্দীন। কর্মশালায় ইসলাম ধর্মে আলোকে মূলসুর উপস্থাপন করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুরের উপ-পরিচালক কৃষিবিদ মাহমুদার রহমান, খ্রিস্টীয় ধর্মের আলোকে মূলসুর উপস্থাপন করেন দিনাজপুর ধর্মপ্রদেশের ন্যায় ও শান্তি কমিশনের সচিব ফাদার ফাদার আন্তনী সেন, সনাতন ধর্মের আলোকে মূলসুর উপস্থাপন করেন দিনাজপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ।