সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর জেলা শহরের মাইজদী বাজার এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৫ মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উমেশ কুমার ভৌমিকের ছেলে অভি দেব নাথ ও একই এলাকার কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল। অভি চন্দ্রগঞ্জ কোম্পানিতে চাকরি করতেন এবং হৃদয় মাইজদী মফিজ প্লাজায় বেস্ট ইলেকট্রনিক্সে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুই বন্ধু মোটরসাইকেলে চৌরাস্তা থেকে বিনোদপুরের দিকে ফিরছিলেন। কেরানিবাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীতমুখী পিকআপ ভ্যান আকস্মিক ইউটার্ন নিলে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। মোটরসাইকেল আরোহী অভি দেব নাথ ঘটনাস্থলেই মারা যান। হৃদয়কে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রতিবেশী ও বন্ধুদের মতে, দুই তরুণই পরিশ্রমী ও প্রাণপ্রিয় ব্যক্তি ছিলেন। অভি চন্দ্রগঞ্জে চাকরি করতেন, হৃদয় মাইজদীতে ইলেকট্রনিক্সের দোকানে কাজ করতেন।
তাদের হাসি ও বন্ধুত্বপূর্ণ আচরণ ছিল এলাকার সবাইকে প্রিয়। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলটি রাতের বেলায় অন্ধকার এবং রাস্তার বেশিরভাগ অংশে সঠিক আলো বা সাইনবোর্ড নেই।
প্রশাসন ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে বলে তাদের দাবি। এই দুর্ঘটনা নোয়াখালীর জনগণকে নতুন করে সতর্ক করেছে।
নোয়াখালী সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল বলেন, রাত ১টার দিকে ইউটার্ন নেওয়ার সময় বিপরীতমুখী পিকআপের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
