বাল্যবিয়ের আয়োজন করায় কারাদণ্ড

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে অপ্রাপ্ত বয়স্ক কন্যাকে বাল্যবিবাহ প্রদানের চেষ্টার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত কনের পিতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের কুলথুন গ্রামে কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ শাস্তি প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এসময় বেঞ্চ সহকারী শামসুন্নাহার শিমু ও কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন। জানা যায়, কুলথুন গ্রামের মৃত সারিকুল মোল্লার ছেলে রফিকুল ইসলাম মোল্লা তার ১৫ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক কন্যাকে ভুয়া জন্মনিবন্ধন সনদ বানিয়ে প্রাপ্ত বয়স্ক দেখিয়ে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করেন। সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় কনের পিতা রফিকুল ইসলাম মোল্লাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।