ডাচ্ বাংলা ব্যাংকের কর্মীর কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাই
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট শাখার সুস্ময় চক্রবর্তী (২৫) নামে এক কর্মীর কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার বাজিতপুর ইউনিয়নের কামালদি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সুস্ময় রাজৈর পৌরসভা এলাকার সাহাপাড়ার মৃত সঞ্চয় কুমার চক্রবর্তীর ছেলে। তিনি টেকেরহাট ডাচ্ বাংলা ব্যাংকের মাস্টার এজেন্ট শাখায় ডিএসআর হিসেবে কর্মরত আছেন। ইতোমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু করেছেন পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত ডাচ্ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং এর রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফুলতলা এজেন্ট শাখা থেকে ৭ লাখ, আমগ্রাম বাজার এজেন্ট শাখা থেকে ৭ লাখ ও টেকেরহাট মাস্টার এজেন্ট থেকে ১০ লাখসহ মোট ২৪ লাখ টাকা সংগ্রহ করে ডাচ্ বাংলার কর্মী সুস্ময়।
পরে টাকাগুলো নিয়ে মোটরসাইকেল যোগে বাজিতপুর ইউনিয়নের মজুমদার বাজার এজেন্ট শাখায় দেওয়ার উদ্দেশ্যে রওয়ানা করেন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের কামালদি ব্রিজ এলাকায় পৌঁছালে ৩টি মোটরসাইকেল নিয়ে তার মোটরসাইলের গতিরোধ করে দুর্বৃত্তরা।
এসময় তারা সুস্ময়কে একটি ভিজিটিং কার্ড দেখিয়ে ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলামসহ পুলিশ সদস্যরা। এ ঘটনায় আহত অবস্থায় সুস্ময়কে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।
ডাচ্ বাংলা ব্যাংক টেকেরহাট শাখার ম্যানেজার মনতোশ সরকার জানান, ঘটনাটির পর থেকে পুলিশ তদন্ত করছে। আমরা বিষয়টি ব্যাংকের কর্তৃপক্ষকে জানিয়েছি।
রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান, তার নাকের সামনে শয়তানের নিঃশ্বাস ধরায় ছিনতাইকারীদের নিয়ন্ত্রণে চলে গিয়ে টাকার ব্যাগটি তাদের হাতে দিয়ে দেয়। ছেলেটি ঘটনাস্থলেই দাঁড়িয়ে ছিল। কাউকে কিছু বলার মতো জ্ঞানও ছিল না তার। পরে একজনের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই (ডাচ্ ব্যাংক এজেন্ট শাখার কর্মী) ছেলেটিকে চিকিৎসার জন্য রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওর অবস্থাও ভালো না। তবে এ ঘটনায় এখনও কাউকে সনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ দেখে তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে ৩২৮ ধারায় শয়তানের নিঃশ্বাসের সেকশনে মামলা নেব।
