আমির হামজার দুঃখ প্রকাশ
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ও বিশিষ্ট ইসলামিক বক্তা মুফতি আমির হামজার পুরাতন একটি বক্তৃতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
আমির হামজা একটি ওয়াজ মাহফিলে বক্তৃতায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃতি করে প্রাণীর সঙ্গে তুলনা করে উপস্থাপন করেছেন। এ ঘটনায় জেলা জুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করা হয়েছে। তবে বক্তৃতাটি ২০২৩ সালের দাবি করে ফেসবুক পোষ্ট ও ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেছেন আমির হামজা।
এদিকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের একাধিক বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র প্রয়াত একজন ক্রীড়া সংগঠককে নিয়ে এমন অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত ২৪ সেকেন্ডের ভিডিও ফুটেজে আমির হামজা দর্শকদের উদ্দেশে বলেন,‘খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি, কোকো। ও-কার বাদ দিয়ে যদি শুধুমাত্র উ-কার দিয়ে দেন। এই কুকু,ওর দাদি যদি ডাক দেই। যার দাঁত নেই। কী বলে ডাকবেন। বলবেন কুকুর পানি নিয়ে আই।’ গতকাল শুক্রবার এই বক্তৃতার ভিডিও ছড়িয়ে পরলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করেন। কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ কুরুচিপূর্ণ মন্তব্য প্রত্যাহার করে জনসন্মুখে ক্ষমা না চাইলে আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণার আল্টিমেটাম দিয়েছেন। রাতেই লিখিত প্রতিবাদে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমীর হামজা বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে একটা ইতর প্রাণির সাথে তুলনা করেছেন। এরূপ অশালীন, কান্ডজ্ঞানহীন ভাষার ব্যবহার একজন ইসলামী বক্তার নিকট থেকে কোনভাবেই প্রত্যাশা করা যায় না। তার (আমির হামজা) বক্তব্য উস্কানিমূলক ও চক্রান্তমুলক। যেটা আসন্ন নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার শামিল। এদিকে চরম বিতর্কিত এ বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হলে দুঃখ প্রকাশ করে ফেসবুকে বিবৃতি প্রদান করেছেন আমির হামজা। নিজ ফেসবুক আইডি থেকে পোষ্ট করা ভিডিও বার্তায় আমির হামজা দুঃখ প্রকাশ করে বলেন, মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্খিত বক্তৃতাটি ছিল ২০২৩ সালের। আমি সেই সময়ই একটি বিষয় বুঝাতে যেয়ে উদাহরণটা দিয়ে ভুল করায় দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারো দুঃখ প্রকাশ করছি। তবে বক্তৃতাটি কাটা-ছেঁড়া করে ছড়ানো হয়েছে দাবি করে আমির হামজা বলেন, পুরানো বক্তব্য যারা সামনে এনে নির্বাচনকালীন সময়ের বক্তব্য বলে চালানোর ষড়যন্ত্র করছেন, তারাও নিজ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যেয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ছাড় দিলেন না। তবে আমির হামজার ভেরিভাইড ফেসবুক পেজ থেকে ভিডিও বার্তা প্রকাশ করার পর নেটিজেনদের কমেন্টে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে।
কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, জেলা বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনসহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
