চা শ্রমিকদের নিয়ে ভোটার উদ্বুদ্ধকরণ সভা
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্বপন দেব, মৌলভীবাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে নারী-পুরুষ চা শ্রমিকদের নিয়ে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর ?নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক দেশের মেরুদন্ড। চা বাগানের প্রতিটি শ্রমিকের ভোট অত্যন্ত মূল্যবান। আপনারা যাতে নির্বিঘ্নে এবং নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, প্রশাসন সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি ভোটারদের সচেতন হতে এবং সঠিক যোগ্য প্রার্থী নির্বাচনে উদ্বুদ্ধ করেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মামুনুর রশীদ, ফিনলে চা কোম্পানির বালিশিরা ডিভিশনের জেনারেল ম্যানেজার মো. সালাউদ্দিন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফিনলে চা বাগান কর্তৃপক্ষ, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
?সভাপতির বক্তব্যে ইউএনও ইসলাম উদ্দিন বলেন, চা বাগান এলাকার ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং নির্বাচনের আমেজ পৌঁছে দিতে প্রতিটি পাড়া মহল্লায় এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে। নির্বাচনে ভোটারদের কেন্দ্রমুখী করতে প্রশাসন তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে। সভায় ফুলছড়া চা বাগানের পাঁচ শতাধিক নারী ও পুরুষ শ্রমিক অংশ নেন। তারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
