মমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন নির্মিত ৯তলা ভবনের ৬ তলায় অবস্থিত শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বিকালে সৃষ্ট এই আগুনে কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও মুহূর্তের মধ্যে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় রোগী ও স্বজনদের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকাল ৪টা ৩৬ মিনিটের দিকে শিশু ওয়ার্ডসংলগ্ন একটি স্টোর রুমে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পুরো তলায় ঘন ধোঁয়ার সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। আগুন লাগার পরপরই ধোঁয়ায় হাসপাতালের ভেতরের পরিবেশ অন্ধকার হয়ে যায়। প্রাণ বাঁচাতে অসুস্থ শিশুদের কোলে নিয়ে স্বজনদের সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখা যায়। এ সময় অনেক রোগীকে দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়। শিশু ওয়ার্ডে ভর্তি থাকা এক রোগীর স্বজন মো. রহমত আলী জানান, হঠাৎ চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়লে কোনো কিছু বুঝে ওঠার আগেই শিশুকে কোলে নিয়ে নিচে নামতে বাধ্য হন। সিঁড়িতে অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে তিনি জানান। এদিকে হৃদরোগ বিভাগে অবস্থানরত এক রোগীর স্বজন হাসনা বেগম বলেন, ধোঁয়ার কারণে উপরে ওঠা বা নিচে নামা কোনোটাই সম্ভব হচ্ছিল না। চারদিকে কান্না আর চিৎকারে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, অগ্নিকাণ্ডের পরপরই শিশু ওয়ার্ডসহ আশপাশের বিভাগগুলোর রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।