পিকআপের ধাক্কায় শিশু নিহত, আহত চার
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় মালবাহী পিকআপের ধাক্কায় সিএনজি দুমড়েমুচড়ে যায়।
এ ঘটনায় সিফাত নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন সিএনজি চালকসহ আরও চারজন। গতকাল শনিবার সন্ধ্যায় সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের আনন্দ পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মো. সিফাত পার্শ্ববর্তী নোয়ান্নই উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইজদী থেকে চিকিৎসক দেখিয়ে সিএনজিতে করে বাড়ি ফিরছিল সিফাতের পরিবার। আনন্দ পুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি মালবাহী পিকআপ সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় আহত সিএনজি চালকসহ চারজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের নাম, পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
